রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: TIRTHANKAR DAS | লেখক: HEMRAJ ALI ২৮ ডিসেম্বর ২০২৩ ১৬ : ১৭
করোনার সময় বা অতীতে বিভিন্ন সময় কলকাতা পুলিশের কর্মীদের সঙ্গীত প্রতিভার সাক্ষীও থেকেছে মহানগর। এবারও সেইরকম একটি ভাইরাল ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।
শহরকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে কখনও শাসন আবার কখনও মানবিক রুপে কলকাতা পুলিশকে দেখেছে কলকাতাবাসী। এবার বড়দিনের মরশুমে লাঠি ছেড়ে বাজনা হাতে নিলেন কলকাতা পুলিশের আনন্দপুর থানার অফিসার সমীরণ ব্যানার্জি। ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সুরের মূর্ছনায় মুগ্ধ নেটিজেনরাও।